ওমিক্রনের ঝুঁকি এখনও অনেক বেশি : ডব্লিউএইচও

Looks like you've blocked notifications!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনার ওমিক্রন ধরন-সংক্রান্ত ঝুঁকি এখনও অনেক বেশি। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

করোনা বিষয়ক সর্বশেষ তথ্য জানাতে ডব্লিউএইচও স্থানীয় সময় মঙ্গলবার সাপ্তাহিক বৈঠকে বলেছে, গত এক সপ্তাহে দুই কোটি ১০ লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে, যা মহামারি শুরুর পর সর্বাধিক। একই সঙ্গে গত এক সপ্তাহে করোনায় বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে বিশ্বে এখন ওমিক্রনের আধিপত্য চলেছে। ডেলটা ধরনের সংক্রমণ কমে এসেছে। আলফা, বিটা ও গামার সংক্রমণ একেবারেই নিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ডব্লিউএইচও আরও বলছে, যেসব দেশে ২০২১ সালের নভেম্বরে ও ডিসেম্বরে ওমিক্রনের সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছিল, সেসব দেশে এখন সংক্রমণ কমে এসেছে। এ ছাড়া সংস্থাটি বলছে, বর্তমানে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে বলা যায়—ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনও অনেক বেশি রয়ে গেছে।

ডব্লিউএইচও বলছে, গত ৩০ দিনে সংগৃহীত নমুনা, যা জিআইএসএআইডিতে আপলোড করা হয়েছে, সেখানে দেখা গেছে—ওমিক্রন ধরনে আক্রান্ত ৮৯ দশমিক ১ শতাংশ। আর, ডেল্টা ধরন ১০ দশমিক ৭ শতাংশ।