কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভ, নিহত ৪

Looks like you've blocked notifications!

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘবিরোধী বিক্ষোভে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি শহরে এ ঘটনা ঘটে। দেশটিতে মিলিশিয়াদের ভয়াবহ হামলা বন্ধে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যরা ব্যর্থ—এমন দাবিতে এলাকাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, এর আগে মিলিশিয়া হামলায় বেনিতে আটজন নিহতের ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) মিলিশিয়াকে দায়ী করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বিশাল বহর মোতায়েন থাকার পরও সেখানে প্রায়ই চরম অস্থিরতা দেখা যায়।

এরপরই শহরে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা দেশটির সামরিক বাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে জাতিসংঘ মিশনের একটি ক্যাম্পে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় বেনির টাউনহলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে হলটির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়।

সামরিক প্রসিকিউটর কুম্বু নগোমা বলেন, ‘সংঘর্ষ চলাকালে সেখানে চারজন নিহত হন। এ সময় ১০ বেসামরিক নাগরিকসহ সামরিক বাহিনীর তিন সদস্য আহত হন।’

কুম্বু নাগোমা আরো জানান, সেখানে গুলিবর্ষণের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

এদিকে জাতিসংঘ বলছে, শান্তিরক্ষীদের ফাঁকা গুলিবর্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। কেউ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েনি। ঘটনাস্থলে উপস্থিত থাকা এএফপির সংবাদকর্মী জানান, সেখানে মঙ্গোলিজ সেনাবাহিনী ও পুলিশও গুলি চালিয়েছিল।