করোনাভাইরাসের শঙ্কা উড়িয়ে দ. কোরিয়ায় গণবিয়ে

Looks like you've blocked notifications!
চলছে করোনভাইরাসের আতঙ্ক। এর মধ্যে গণবিয়ের আয়োজন! উৎসবেও তাই সাবধান সবাই। তাই তো বর-কনের মুখে মাস্ক। দক্ষিণ কোরিয়ার গ্যাপিওংয়ের চেওংশিম পিস ওয়ার্ল্ড সেন্টারে ইউনিফিকেশন চার্চের একটি গণবিবাহ অনুষ্ঠানে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য মুখোশ পড়ে দম্পতিরা বিবাহ অনুষ্ঠানে অংশ নেন। ছবি ৭ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ইউনিফিকেশন চার্চ থেকে তোলা । ছবি : রয়টার্স

বিশ্বব্যাপী আতঙ্কের নাম এখন করোনাভাইরাস। তবে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা উড়িয়ে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী গণবিয়েতে যোগ দিয়েছে কয়েক হাজার যুগল।

শুক্রবার রাজধানী সিউলের উত্তরপশ্চিমের গ্যাপিঅংয়ের চেয়ং শিম পিস ওয়ার্ল্ড সেন্টারের এ আয়োজনে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদের মধ্যে অন্তত ছয় হাজার যুগলই প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস শঙ্কা ছায়া ফেলেছিল এদিনের গণবিয়েতেও। সে কারণে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চের কর্মীরা উপস্থিতদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা ও সার্জিকাল মাস্কসহ নানান উপকরণও রেখেছিলেন। সবার শরীরের তাপমাত্রাও পরীক্ষা করে দেখা হয়েছে।

অবশ্য এরপরও অনুষ্ঠানে অংশ নেওয়া বেশিরভাগ যুগলকে মাস্ক ছাড়াই দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।