করোনাভাইরাসে রাশিয়ায় প্রথম মৃত্যু
রাশিয়ায় করোনাভাইরাসে এই প্রথম আক্রান্ত এক রোগী মারা গেছেন। বয়স্ক এ নারী মস্কোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
রাশিয়ার এক স্বাস্থ্য কর্মকর্তারা বরাত দিয়ে বৃহস্পতিবার একথা জানায় বার্তা সংস্থা এএফপি।
মস্কোর করোনাভাইরাস মোকাবিলা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানায়, করোনাভাইরাস ধরা পড়া ৭৯ বছর বয়সী ওই নারীকে গত ১৩ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা ধরনের জটিলতা ছিল।