করোনাভাইরাস ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে রাশিয়া!

সামাজিক যোগাযোগমাধ্যমের হাজার হাজার অ্যাকাউন্ট থেকে করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের নামে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওইসব অ্যাকাউন্ট ও রাশিয়ার কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, মরণঘাতী এই ভাইরাস ছড়ানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।
বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাশিয়া ষড়যন্ত্রতত্ত্ব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করে বার্তা সংস্থা এএফপিকে মার্কিন এক কর্মকর্তা বলেন, ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে কয়েক হাজার ব্যক্তি একই সুরে কথা বলেন। এমনকি এরা বেশ কয়েকটি ভাষায় দক্ষ।
দ্য গার্ডিয়ান জানায়, কিছু কিছু ফেসবুক অ্যাকাউন্টে বলা হচ্ছে, চীনের বিরুদ্ধে বাণিজ্যিক যুদ্ধের অংশ হিসেবে বায়োলজিক্যাল অস্ত্র হিসেবে করোনাভাইরাসকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই ভাইরাস বানিয়ে চীনে ছড়িয়ে দিয়েছে।
প্রপাগান্ডা ও ভুয়া তথ্য উন্মোচনে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিষ্ঠান গ্লোবাল এনগেজমেন্ট সেন্টারের প্রধান লি গ্যাব্রিয়েলে বলেন, ‘প্রক্সি ওয়েবসাইট, রাষ্ট্রীয় টিভি ও কয়েক হাজার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়াতে রাশিয়ার সংঘবদ্ধ চক্রের সন্ধান মিলেছে। হাজার হাজার অ্যাকাউন্ট একই বক্তব্য ফেরি করে চলেছে।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও সিরিয়া যুদ্ধসহ নানা বিষয়ে রাশিয়ার দিক থেকে গুজব ছড়ানোর চেষ্টার অভিযোগ ওঠে।
বিবিসি জানিয়েছে, টেলিভিশনের স্ক্রিন থেকে দৃষ্টি সরালে বোঝা যায় যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে মারাত্মক উদ্বেগ তৈরি করেছে। দেশটি এরই মধ্যে চীনের সঙ্গে রেল ও বিমান চলাচল কমিয়ে এনেছে। চীন থেকে ফেরত নেওয়া রুশ নাগরিকদের সাইবেরিয়ার একটি হাসপাতালে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মস্কোয় অবস্থিত একটি গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির শীর্ষ পর্যায়েও। রাশিয়ার দৈনিক ভেদোমস্তি তাদের প্রতিবেদনে বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।