করোনার অ্যান্টিবডি আলাদা করা হয়েছে, সম্ভাব্য চিকিৎসায় ‘বড় অগ্রগতি’

Looks like you've blocked notifications!

ইসরায়েলের বিজ্ঞানীরা গবেষণাগারে করোনাভাইরাসের একটি মৌলিক অ্যান্টিবডি আলাদা করতে পেরেছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। দেশটির প্রধান প্রাণবিজ্ঞান গবেষণাগারে এ অ্যান্টিবডি সংরক্ষণ করা হয়েছে।

মহামারি করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসায় একে ‘বড় ধরনের অগ্রগতি’ আখ্যা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা জানান। এতে বলা হয়, মনোক্লোনাল এ অ্যান্টিবডি শরীরে করোনাভাইরাসের বাহককে নিষ্ক্রিয় করে দিতে পারে। এটি ইসরায়েল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চে (আইআইবিআর) তৈরি করা হয়েছে।

আইআইবিআরের পরিচালক স্মুয়েল সাপিরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অ্যান্টিবডিটির ফরমুলার স্বত্ব নেওয়া হচ্ছে, কোনো আন্তর্জাতিক ওষুধ কোম্পানিকে ব্যাপক মাত্রায় উৎপাদনের দায়িত্ব দেওয়া হতে পারে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, গতকাল সোমবার তিনি ওই গবেষণাগারে গিয়েছিলেন। সেখানে তাঁকে করোনা চিকিৎসায় বড় ধরনের এ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

করোনা থেকে সেরে ওঠা রোগীদের রক্ত পরীক্ষা-নিরীক্ষাসহ করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে বিস্তর তৎপরতা চালিয়ে যাচ্ছে আইআইবিআর। সফলভাবে করোনা থেকে মুক্তি পাওয়া রোগীদের ইমিউন সিস্টেম প্রোটিনগুলোর নমুনায় পাওয়া অ্যান্টিবডিকে এ রোগের সম্ভাব্য চিকিৎসা আবিষ্কারে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, করোনার আক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করলে যেসব দেশ সবার আগে সীমানা বন্ধ করেছিল, ইসরায়েল তাদের একটি। দেশটিতে ১৬ হাজার ২৪৬ জন এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২৩৫ জনের মৃত্যু হয়েছে।