করোনার এবারের টার্গেট রাশিয়া, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৫৮
এবার মহামারি করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠছে রাশিয়া। রোববার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে আড়াই হাজারেরও বেশি। এখন পর্যন্ত এটাই সেখানে একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড।
সপ্তাহ দুয়েক ধরে রাশিয়ায় হু হু করে ছড়াচ্ছে করোনাভাইরাস। গত শনিবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছিল দুই হাজার ১৮৬ জন। সেদিন পর্যন্ত ওটাই ছিল সর্বোচ্চ রেকর্ড। তবে মাত্র একদিন পরই সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় দুই হাজার ৫৫৮ জনের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে।
রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, রোববার মারা গেছে আরো ১৮ জন। এ নিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে, খবর মস্কো টাইমস।
এদিকে, করোনার বিস্তার প্রতিরোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ‘ডিজিটাল পারমিট সিস্টেম’ চালু করছে মস্কো কর্তৃপক্ষ। গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে চাইলে অনলাইনে আগেই অনুমতি নিতে হবে জনগণকে।