করোনার চিকিৎসায় জাপানে প্রস্তুত ফ্লুর ওষুধ ‘কাজ করেছে’

ইনফ্লুয়েঞ্জা রোগের চিকিৎসায় জাপানে ব্যবহৃত একটি ওষুধ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কার্যকর প্রভাব ফেলেছে বলে দাবি করেছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আজ বুধবার এ খবর জানিয়েছে।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝ্যাং জিনমিন জানান, উহান ও শেনঝেন শহরে চিকিৎসাধীন ৩৪০ জন রোগীর ওপর পরীক্ষামূলকভাবে ‘ফাভিপিরাভির’ নামে একটি ওষুধ প্রয়োগে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। ওষুধটি প্রস্তুত করেছে ফুজিফিল্মের একটি অঙ্গসংগঠন।
ঝ্যাং জিনমিন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘এটি (ওষুধটি) উচ্চমাত্রায় নিরাপদ এবং চিকিৎসার ক্ষেত্রে স্পষ্টতই কার্যকর।’
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, শেনঝেনে করোনায় আক্রান্তদের ওপর ওধুধটি প্রয়োগের পর গড়ে চার দিনের মধ্যে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়ে যায়।
এ ছাড়া ওষুধটি প্রয়োগের পর এক্স-রে পরীক্ষায় দেখা যায়, ৯১ শতাংশ আক্রান্তের ফুসফুসের অবস্থার উন্নতি হয়েছে।
ফুজিফিল্ম টয়ামা কেমিক্যাল ২০১৪ সালে ওষুধটি উৎপাদন করেছিল। ওষুধটি ‘আভিগান’ নামেও পরিচিত। তবে করোনা চিকিৎসায় ওষুধের কার্যকারিতার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফুজিফিল্ম টয়ামা কেমিক্যাল।
জাপানে চিকিৎসকরা করোনায় মৃদু বা মোটামুটি আক্রান্তদের ওপর ওষুধটি প্রয়োগ করছেন। তবে ওষুধটি করোনায় গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে কার্যকর নয় বলে জানিয়েছে জাপানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র।