করোনার ভয়ে চাকরি ছাড়লেন ৮৪ চিকিৎসক ও নার্স!

Looks like you've blocked notifications!

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে দিন দিন আতঙ্ক বাড়ছে। এ ভাইরাসে রোগীদের থেকে চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে যথাযথ সুরক্ষা উপকরণ না থাকার দোহাই দিয়ে চাকরি ছেড়েছেন বুলগেরিয়ার ৮৪ চিকিৎসক ও নার্স!

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বৃহস্পতিবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দুইটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষার জন্য পর্যাপ্ত সুরক্ষা উপকরণ না থাকায় ওই চিকিৎসক ও নার্সরা কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র দেন।

সোফিয়ার দুই হাসপাতাল থেকে চাকরি ছাড়া এক চিকিৎসক ক্যামেলিয়া বাচোভস্কি বলেন, ‘আমিসহ আমার ৮৪ সহকর্মী পদত্যাগপত্র দিয়েছি। কর্তৃপক্ষ আমাদের জানালো, আমাদের করোনার রোগীদের চিকিৎসা দিতে হবে। কিন্তু আমাদের পর্যাপ্ত সুরক্ষা নেই।’

তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ চিকিৎসক বয়স্ক ও অবসরে যাওয়ার প্রাক্কালে রয়েছেন। করোনায় বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। আমরা সুরক্ষা ছাড়া করোনা রোগীদের কী করে চিকিৎসা দেব?’