করোনার মধ্যেও কেনিয়ায় বন্যা, নিহত ২০০ 

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যে নতুন বিপদে পড়েছে কেনিয়া। দেশটিতে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ২০০ জন নিহত হয়েছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ সূত্রে এ খবর জানিয়েছে আলজাজিরা

পানিতে তলিয়ে গেছে আট হাজার একরের শস্যক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য এলাকা ও ঘরবাড়ি। 

গত কয়েক সপ্তাহের বৃষ্টিতে প্রতিবেশী উগান্ডার ভিক্টোরিয়া লেকের পানি উচ্চতা বেড়ে যায়। এক পর্যায়ে সেই লেকের পানির কারণে আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়। 

পশ্চিম আফ্রিকার দেশগুলো একই সঙ্গে পঙ্গপালের আক্রমণ ও করোনা সংক্রমণের শিকার হয়েছে। এর মধ্যে আকস্মিক এই বন্যা সৃষ্টি হলো। 

সাধারণ মানুষকে বিপজ্জনক হয়ে উঠা এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে কেনিয়া কর্তৃপক্ষ।