করোনায় বিপর্যস্ত স্পেন, এক রাতে ২০৯ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে গত এক রাতে নতুন করে ২০৯ জন করোনায় সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু দুই শতাধিক মানুষের মৃত্যুই নয়, নতুন করে প্রায় চার হাজার মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১৬ থাকলেও তা এখন ১৭ হাজার ১৪৭ জন।

চীনের পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। ২ হাজার ৯৭৮ জন। এরপর যথাক্রমে ইরানে ১ হাজার ২৮৪ এবং স্পেনে ৭৬৭ জন। স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আক্রান্তদের মধ্যে ৯৩৯ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আশঙ্কাজনক অবস্থায়) রয়েছেন। এছাড়া চিকিৎসায় সুস্থ হয়েছেন ১ হাজার ১০৭ জন।