করোনা থেকে সেরে উঠল ১ মাসের শিশু

থাইল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এক মাস বয়সী একটি শিশু সুস্থ হয়ে উঠেছে। শিশুটি দেশটির করোনা থেকে সেরে ওঠা সবচেয়ে কমবয়সী রোগী।
শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়া শিশুরোগ বিশেষজ্ঞের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নবজাতকের চিকিৎসায় চারটি অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করেন চিকিৎসকরা।
ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজেস ইন্সটিটিউটের চিকিৎসক ভিসাল মুলাসার্ত বলেন, ‘শিশুটিকে ১০ দিন ওষুধ দেওয়া হয়েছিল। আমরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করেছি। এর তিন থেকে পাঁচদিন পর থেকে শিশুর এক্স-রে রিপোর্টে সুস্থ হওয়ার লক্ষণ দেখা যায়।’
থাইল্যান্ডে বর্তমানে দুই হাজার ৮২৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। আর করোনায় দেশটিতে মারা গেছে ৪৯ জন।