করোনা থেকে সেরে ওঠা নাগরিকদের সার্টিফিকেট দেবে চিলি

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ থেকে সুস্থ হলে সনদ দেওয়ার কথা জানিয়েছে লাতিন আমেরিকার দেশ চিলির সরকার। সুস্থ ব্যক্তিরা যাতে ঠিকঠাক কাজে যোগ দিতে পারেন, সে জন্য এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী পলা ডাজা।

তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ((ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, এ সনদ সেরে ওঠা রোগীদের মধ্যে মিথ্যা আত্মবিশ্বাস জোগাতে পারে। কারণ, একবার সেরে উঠলে যে আবার করোনা হবে না, তার কোনো প্রমাণ নেই। ফলে এ সনদ উল্টো করোনা ছড়াতে ভূমিকা রাখতে পারে।

গত শুক্রবারের ব্রিফিংয়ে ডব্লিউএইচও চিলিকে তথাকথিত এ ইমিউনিটি সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে বলেছে।

চিলিতে এ পর্যন্ত ১৮৯ জন করোনাভাইরাসে মারা গেছে। ১৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।