কানাডায় মেগানের নারী আশ্রয় কেন্দ্র পরিদর্শন

Looks like you've blocked notifications!

প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল কানাডার ভ্যাঙ্কুভারে নারী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। কয়েকদিন আগে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে গিয়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর জীবন যাপনের চাঞ্চল্যকর সিদ্ধান্তের ঘোষণা দেন। এ ঘোষণার পর এ প্রথম মেগান জনসম্মুক্ষে এলেন।
বাসস জানিয়েছে, ডাচেস অব সাসেক্স মঙ্গলবার ডাউনটাউন ইস্টসাইড ওমেন্স সেন্টার পরিদর্শন ও সেখানকার কর্মীদের সঙ্গে সক্ষাত করেন।
আশ্রয় কেন্দ্রটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি সন্ত্রাসের শিকার, গৃহহীন অথবা দরিদ্র নারীদের সহযোগিতা করে থাকে। কেন্দ্রটি প্রতিদিন প্রায় পাঁচশ নারীকে খাদ্য, পোশাক, গোসলের ব্যবস্থা, প্রসাধনসামগ্রী প্রদান ও তাদের কাউন্সেলিং সেবা দান করে থাকে।
মার্কেল সেখানকার পরিচালক ও বেশ কজন প্রথম সারির কর্মির সঙ্গে সাক্ষাৎ ও প্রতিবেশী নারীরা যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।
কেন্দ্রটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কেট গিবসন বলেন,‘মার্কেল বৈষম্যের শিকার ও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এসব নারীর বিষয়গুলো সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী।’
গিবসন বলেন, ‘তিনি আগ্রহ দেখান ও জানতে পারেন। কর্মীরা যে সব বিষয়ে কথা বলেন তা নিয়ে তিনি অনেক প্রশ্ন করেন।’
সিংহাসনের দাবিদার হিসেবে ষষ্ঠ সারিতে থাকা প্রিন্স হ্যারি ও মেগান গত সপ্তাহে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর তা নিয়ে রাজপরিবারে তোলপাড় শুরু হয়। প্রিন্স উইলিয়াম ও প্রিন্স চার্লসকে নিয়ে রাণী দ্বিতীয় এলিজাবেথ প্রিন্স হ্যারির সাথে বৈঠক করেন।

মেগানও ভিডিওর মাধ্যমে কানাডা থেকে বৈঠকে যোগ দেন। বৈঠকের পর রাণীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিনি হ্যারির সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে বিষয়টি জটিল হওয়ায় আরো আলোচনার মাধ্যমে সব বিষয় সুরাহা করা হবে বলে বিবৃতিতে বলা হয়।