কাবুল বিমানবন্দরে বোমা হামলার হোতা আইএস নেতাকে হত্যা

Looks like you've blocked notifications!
একজন মার্কিন সেনা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষকে সরে যেতে সহায়তা করছেন। রয়টার্সের ফাইল ছবি

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পেছনে থাকা আইএস নেতাকে তালেবান হত্যা করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 

২০২১ সালে কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে ১৭০ জন বেসামরিক মানুষ এবং ১৩ জন মার্কিন সেনা মারা যান। মার্কিন কর্মকর্তারা জানান, এই বিস্ফোরণের মূল চক্রান্তকারী আইএস নেতাকে তালেবান গুলি চালিয়ে হত্যা করেছে।

মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম সিবিএসকে জানান, কয়েক সপ্তাহ আগে ওই আইএস নেতাকে হত্যা করে তালেবান। তবে বিষয়টির সত্যতা যাচাই করার জন্য কিছুটা সময় লেগেছে।

সংবাদ সংস্থা এপিকে নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ওই বিস্ফোরণে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ইতোমধ্যে এই খবর দেওয়া হয়েছে।’ ওই বিস্ফোরণে প্রয়াত এক সেনার বাবা বলেন, তাকে মার্কিন কর্মকর্তারা খবরটা জানিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, আইএস নেতাকে হত্যার কথা যুক্তরাষ্ট্র এপ্রিলের শুরুতে জেনেছিল। কিন্তু তখন এটা স্পষ্ট হয়নি, তালেবান কি তাকে টার্গেট করে মেরেছে না কি আইএসের সঙ্গে সংঘর্ষ চলার সময় তার মৃত্যু হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানান, আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান চলছিল। তখনই ওই আইএস নেতা মারা যায়। তালেবান প্রথমে তার পরিচয় জানত না। পরে পরিচয় জানতে পারে তারা।

গত সোমবার থেকে মার্কিন কর্মকর্তারা নিহত সেনাদের পরিবারকে জানাতে শুরু করে, সেই আইএস নেতা তালেবানের হাতে মারা পড়েছে।