কাশ্মীরে তুষারঝড়ে ২ পোলিশ পর্যটকের মৃত্যু

Looks like you've blocked notifications!
তুষারঝড়ে নিহতদের উদ্ধার করছেন ভারতীয় পুলিশ। ছবি : রয়টার্স

কাশ্মীরে গুলমার্গের কাছে স্কি করতে গিয়েছিলেন পোল্যান্ডের দুই পর্যটক। হঠাৎ সেখানে তুষারঝড় শুরু হয়। পরে দুজনই বরফে চাপা পড়ে যান।

পুলিশ জানিয়েছে, সেখানে আরও বিদেশি ছিলেন। তুষারঝড়ের পরে ১৯ জন বিদেশি ও দুই জন স্থানীয় মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মৃত দুইজনকে প্রাথমিকভাবে উদ্ধার করা যায়নি। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জালে অত্যন্ত জনপ্রিয় পর্যটকস্থল গুলমার্গ। সারা বছরই এখানে পর্যটক যান। ভারত-পাক সীমান্তের কাছের এলাকা গুলমার্গ। তাই এখানে প্রচুর সেনা মোতায়েন করা থাকে। সীমান্তের দুই পারে থাকা ভারত ও পাকিস্তানের সেনাদেরও তুষারঝড়ের জন্য বিপদে পড়তে হয়।

২০১৭ সালে গুলমার্গে প্রশিক্ষণ নেওয়ার সময় তুষারঝড়ে ১৭ জন ভারতীয় সেনা জওয়ান মারা গিয়েছিলেন।