কুয়েতে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

Looks like you've blocked notifications!
মধ্যপ্রাচ্যের কুয়েতে করোনা মহামারিতে কঠোর স্বাস্থ্য সতর্কতার মধ্যে গতকাল শনিবার পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নভেল করোনাভাইরাসজনিত মহামারিতে কঠোর স্বাস্থ্য সতর্কতার মধ্যে সম্পন্ন হলো পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় রাত ৮টায়।

কুয়েতের শাসক শেখ সাবাহর মৃত্যু এবং নতুন আমির শেখ নাওয়াফের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম জাতীয় সংসদ নির্বাচন।

ভোট সংখ্যা পাঁচ লাখ ৬৭ হাজারের বেশি। তেলসমৃদ্ধ দেশটির নির্বাচনে মোট ৩২৬ প্রার্থীর মধ্যে নির্বাচিত হবেন ৫০ জন সংসদ সদস্য। এর মধ্যে ২৯ জন নারী প্রার্থী রয়েছেন।

করোনার সংক্রমণ এড়াতে ১০২টি স্কুলে ভোট নেওয়া হলেও মহামারি এবং নির্বাচন বয়কট আন্দোলনের কারণে এবার ভোটার উপস্থিতি আগের নির্বাচনের চেয়ে কম।