কোভিড-১৯ : ইন্দোনেশিয়ায় ওষুধ পাঠাল বাংলাদেশ

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ইন্দোনেশিয়ায় জরুরি ওষুধসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ইন্দোনেশিয়ায় জরুরি ওষুধসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এরই মধ্যে দেশটির রাজধানী জাকার্তায় পৌঁছেছে।
মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এই ওষুধগুলো পাঠানো হয়েছে।
এই প্রক্রিয়ায় ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের পাশে দাঁড়াতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
জাকার্তায় বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রতিনিধিদের কাছে ওষুধগুলো হস্তান্তর করেছে।
বেসরকারি ফার্মাসিউক্যাল কোম্পানি বিকন ফার্মা ইন্দোনেশিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণকে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টায় যোগ দিয়েছে।