ক্যামেরুনে সন্ত্রাসী হামলায় ১৪ শিশুসহ নিহত ২২

Looks like you've blocked notifications!

ক্যামেরুনের অ্যাংলোফোন অঞ্চলে এক সন্ত্রাসী হত্যাযজ্ঞে ১৪ শিশুসহ ২২ গ্রামবাসী নিহত হয়েছে।

একটি বিরোধী দল সেনাবাহিনীকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে দাবি করেছে। জাতিসংঘ রোববার এ কথা জানায়, খবর এএফপি।

স্থানীয় মানবিক সমন্বয় সংস্থা (ওসিএইচএ)-এর এক কর্মকর্তা জেমস নুনান বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় টুম্ব গ্রামে শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা এই রক্তক্ষয়ী ঘটনা ঘটিয়েছে।

নুনান আরো জানান, এক অন্তসত্তা নারী ও ১৪ শিশুসহ অন্তত ২২ জন বেসামরিক নাগরিক এতে প্রাণ হারিয়েছে। নিহত ৯ শিশুর বয়স পাঁচ বছরের কম।

ওসিএইচএর উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান নুনান আরো জানান, নিহত শিশুদের মধ্যে ১১টি মেয়ে, যারা পশ্চিম আফ্রিকার অধিবাসী।

দেশটির ইংরেজি ভাষাভাষি সংখ্যালঘু বড় জনগোষ্ঠী গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে।