চলচ্চিত্র পরিচালক লিন শেলটন আর নেই

মার্কিন পরিচালক লিন শেলটন মারা গেছেন। ছবি : সংগৃহীত
জনপ্রিয় মার্কিন চিত্রনির্মাতা, লেখক-প্রযোজক লিন শেলটন (৫৪) মারা গেছেন। তিনি কমেডি ছবি ‘হাম্পডে’, “ইয়োর সিস্টার’স সিস্টার”সহ অসংখ্য হিট ছবি পরিচালনা করেছেন। গত শুক্রবার (১৫ মে) মারা যান তিনি।
এই পরিচালক এর আগে ব্লাড ডিজঅর্ডারসহ নানা সমস্যায় ভুগছিলেন। বিনোদনভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ডেডলাইনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টুইটারে ‘দ্য সুইসাইড স্কোয়াড’ নির্মাতা গেমস গানসহ অনেকে প্রয়াত এ পরিচালকের আত্মার শান্তি কামনা করেছেন।
লিন শেলটন স্বাধীন মার্কিন চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।