চারটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে এগিয়ে বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলনির্ধারক চারটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে (অঙ্গরাজ্য) সর্বশেষ জরিপে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। গত নির্বাচনে এসব অঙ্গরাজ্যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সমীক্ষায় ব্যটলগ্রাউন্ড হিসেবে খ্যাত পেনসিলভানিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা এবং উইসকনসিনে শেষ মুহূর্তে বড় ব্যবধানে এগিয়ে গেছেন বাইডেন। এই চারটি রাজ্য মূলত নির্ধারণ করে কে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট।
জরিপের ফলাফলে বলা হয়েছে, ২০১৬ সালের নির্বাচনে এসব রাজ্যে হিলারি ক্লিনটনের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছেন বাইডেন। এমনকি গত নির্বাচনে ইচ্ছাকৃতভাবে ভোট দিতে যাননি এমন বিশাল সংখ্যক ভোটাররাও এবার বাইডেনের পক্ষে মাঠে নেমেছেন।
নিউইয়র্ক টাইমস পরিচালিত সম্ভাব্য এই সমীক্ষায় দেখা গেছে, উইসকনসিন ও পেনসিলভানিয়ার পাশাপাশি ফ্লোরিডা এবং অ্যারিজোনার সান বেল্টে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত উইসকনসিনে ১১ পয়েন্টে এগিয়ে গেছেন তিনি। নির্বাচনের আগের দুই দিনে এই ব্যবধান আরো বাড়বে বলে জানিয়েছে সর্বশেষ নির্বাচনী সমীক্ষা।
গুরুত্বপূর্ণ এসব রাজ্যগুলোতে ২০০৮ সালে বারাক ওবামা জয়লাভ করেছিলেন এবং ৩৬৫টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন। এবারের নির্বাচনে সাবেক এই প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে বিরামহীনভাবে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। আর সেকারণেই শেষ মুহূর্তে ডেমোক্রাট প্রার্থীর জয় নিশ্চিত বলে জানিয়েছেন এসব রাজ্যের ভোটাররা।