চীনের সঙ্গে সম্পৃক্ত সীমান্ত বন্ধ করেছে রাশিয়া
করোনাভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। রহস্যময় এই ভাইরাসের আতঙ্কে চীনের সঙ্গে সম্পৃক্ত পূর্ব সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
বৃহস্পতিবার মিখাইল মিশুস্তিন এ ঘোষণা দেন। রুশ সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে এ খবর প্রকাশ নিশ্চিত করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাশিয়ার প্রধানমন্ত্রী এরই মধ্যে সীমান্ত বন্ধ সংক্রান্ত আদেশে সই করেছেন। এ ছাড়া চীনা নাগরিকদের ইলেকট্রনিক ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রুশ প্রশাসন।
এ বিষয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা চীনের সঙ্গে সম্পৃক্ত পূর্ব সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাশিয়ার জনগণের স্বার্থের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে রুশ প্রশাসন।’
গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে এই ভাইরাস। চীনের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে বিশ্বের ২০টিরও বেশি দেশে রহস্যময় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ২১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন নয় হাজার ৩৫৬ জন।