চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

Looks like you've blocked notifications!
টুইটারে প্রকাশিত ঘটনাস্থলের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালের রোগীদের বের করে আনা হয়েছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে বেইজিংয়ের অন্যতম হাসপাতাল চ্যাংফেং থেকে উদ্ধারকারী দলের কাছে ফোন করা হয়। এতে বলা হয়, ভয়াবহ আগুন লেগেছে হাসপাতালটিতে। কিছুক্ষণের মধ্যেই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বহু রোগীকে উদ্ধার করা হয়। কিন্তু ২১ জনকে বাঁচানো যায়নি। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীরা এখনও তল্লাশি চালাচ্ছেন। ভেতরে কোনো রোগী আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ভেতরে প্রচণ্ড ধোঁয়া। রোগী ও স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানালা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসির ওপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

মঙ্গলবার দিনগত রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে স্থানীয় প্রশাসন।