ছবি তুলছিল শিশু, আচমকা পেছন থেকে বাঘের হামলা (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে আরেকটু হলেই বাঘের খাবারে পরিণত হয়ে যেতে বসেছিল সাত বছরের এক শিশু। আয়ারল্যান্ডের ডাবলিনে ঘটেছে এমনই এক ভয়ঙ্কর ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বাঘের খাঁচার সামনে সেলফি তোলার জন্য পোজ দিচ্ছিল এক শিশু। তার ঠিক পেছনেই ছিল সেই বাঘটি। অনেকক্ষণ থেকেই শিশুটিকে চোখে চোখে রেখেছিল বাঘটি।

যেই না শিশুটি পিছনে ফিরে তাকিয়েছে ওমনি শিকার করতে দৌড়ে আসে বাঘটি। আর তারপরেই কাঁচের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় শিকারি বাঘটি।

কাঁচের আড়াল না থাকলে শিশুর পরিণতি কী হতো ভেবে শিউড়ে উঠেছেন অনেকেই। শিশুটির বাবা নিজের ক্যামেরায় ধরেছেন এই মুহূর্তটি। টুইটারে শেয়ার করা ওই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে।

ভিডিওটি টুইটারে ২৩ ডিসেম্বর পোস্ট করা হয়েছে। এখন পর্যন্ত দুই মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ৪৬ হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন এবং ১০ হাজারেরও বেশিবার রি-টুইট করা হয়েছে।