জয়ের পথে আরেকটু এগোলেন এরদোয়ান

Looks like you've blocked notifications!
ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গত শুক্রবার সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে তৃতীয় স্থানে থাকা প্রার্থী সিনান ওগান। ছবি : রয়টার্স

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে লড়াইয়ে তৃতীয় স্থানে ছিলেন সিনান ওগান। তিনি গতকাল সোমবার (২২ মে) এরদোয়ানকে সমর্থন জানিয়েছেন। ফলে দ্বিতীয় ধাপের ভোটের মাঠে কিছুটা হলেও এগিয়ে রইলেন এরদোয়ান বলে মনে করা হচ্ছে।

প্রথম পর্বের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। তার প্রতিপক্ষ কিলিচদারোলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে, আগামী রোববার (২৮ মে) দেশটিতে ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে।

প্রথম পর্বের ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই পরিস্থিতিতে তিনি এরদোয়ানকে সমর্থন করবেন। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সিনানের এই বিবৃতি থেকেই স্পষ্ট, এরদোয়ানের জয় এখন সময়ের অপেক্ষা। যদিও ভোট না হওয়া পর্যন্ত এ বিষয়ে তারা কোনো নিশ্চিত মন্তব্য করতে চান না।

এরদোয়ানের দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওগানের বক্তব্য, তার দল মনে করে পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রেসিডেন্টও সেই দল থেকেই হওয়া উচিত। এ কারণেই তিনি এরদোয়ানকে সমর্থন করবেন বলে স্থির করেছেন।

সিনান ওগান বলেন, “রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সে কারণেই আমি এরদোয়ানকে সমর্থন করছি।”

ওগানের কথায় একটি বিষয় পরিষ্কার, নির্বাচনে অংশ নেওয়া একাধিক দলের জোটকে তিনি ভবিষ্যৎ বলে মনে করছেন না। এরদোয়ানের প্রতিপক্ষ কিলিচদারোলু তেমনই এক বিরোধী জোটের প্রতিনিধি। সেই জোটকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ওগান।