ট্যাঙ্কবেষ্টিত ‘হৃদয়’ মাঝে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রুশ সেনা
রাশিয়ার এক সেনা তাঁর দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে অভিনব কাণ্ড ঘটিয়েছেন। গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সহযোদ্ধাদের সহযোগিতায় খোলা মাঠে ১৬টি যুদ্ধবাজ ট্যাঙ্ক দিয়ে হৃদয়াকৃতির বেষ্টনী তৈরি করে এর মাঝে দাঁড়িয়ে প্রিয়তমাকে প্রস্তাব দেন লেফটেন্যান্ট ডেনিস কাজানৎসেভ।
গতকাল শুক্রবার বিশেষ এ দিনে যন্ত্রমানবিক রোমাঞ্চকর এই দৃশ্যের ভিডিও প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টিভি চ্যানেল জেভেজদা প্রচারিত ভিডিওতে দেখা যায়, মস্কোর অদূরে আলাবিনো প্রশিক্ষণ শিবিরে বরফ পড়া হিমশীতল খোলা মাঠে হৃদয়াকৃতি বানিয়ে ঘুরছে টি-৭২বি৩ ট্যাঙ্কগুলো। এমন সময় চোখ বাঁধা অবস্থায় সঙ্গী আলেকজান্দ্রা কপিতোভাকে নিয়ে হেঁটে এর মধ্যখানে আসেন প্লাটুন কমান্ডার কাজানৎসেভ। হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু ভেঙে বসে কপিতোভাকে বলেন, ‘আমরা অনেকদিন একসঙ্গে থেকেছি, সময় ও দূরত্বের ব্যবধান কাটিয়ে আমরা আমাদের চিনতে পেরেছি, এখন চলো বিয়েটা করি।’
বান্ধবী কতক্ষণ চুপটি করে দাঁড়িয়ে থাকেন। এরপর স্মিত হেসে মাথা নেড়ে সম্মতি দেন। পরে বান্ধবীর হাতে একটি আংটি পরিয়ে দেন সেনা কমান্ডার।
টেলিভিশনের প্রতিবেদককে কপিতোভা বলেন, ‘আমি এখনো কিছুই বুঝতে পারছি না, হচ্ছেটা কী আসলে। আমি কখনো এমনটি ভাবিনি। এটা খুবই অপ্রত্যাশিত ছিল।’
ওই টিভি প্রতিবেদক বলেন, ‘এর আগে কেউ এমন আয়োজনে প্রস্তাব দেখেনি।’ রোমাঞ্চকর এই প্রস্তাব আয়োজনে যে ট্যাঙ্কগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো রাশিয়ার বিজয় দিবসে রেড স্কয়ারের প্যারেডে অংশ নেয়।
ভালোবাসা দিবসে বান্ধবীকে ট্যাঙ্কবেষ্টিত হৃদয় মাঝে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন রাশিয়ার সেনা কমান্ডার। ছবি : সংগৃহীত