ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি : স্পিকার ন্যান্সি পেলোসি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন দেশটির কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এরই মধ্যে শুরু হয়েছে ট্রাম্পের অভিশংসন নিয়ে বিতর্ক। পেলোসির বক্তব্য দিয়েই শুরু হয় ওই বিতর্ক।
স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’ দেশটির গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার জন্যও ট্রাম্প হুমকি বলে মনে করেন তিনি। সংবাদমাধ্যম সিএনএন, সিএনবিসি এসব তথ্য জানায়।
নিউ ইয়র্ক টাইমস জানায়, কংগ্রেসের সদস্যদের ‘সংবিধানের তত্ত্বাবধায়ক’ বলে উল্লেখ করেন পেলোসি। যে শপথ নিয়ে সদস্যরা কাজ শুরু করেছেন তার প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানান এই ডেমোক্র্যাট।
পেলোসির পরনে ছিল কালো পোশাক। তিনি যখন বক্তব্য দেন তাঁর পাশে ছিল একটি বোর্ড; যেখানে আঁকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। তিনি বলেন, ‘বহু শতক ধরে আমেরিকানরা গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে। হোয়াইট হাউজের কার্যক্রমের কারণে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের লক্ষ্য হুমকির মুখে।’ তিনি বলেন, ‘যদি আমরা এখন কিছু না করি, আমাদের দায়িত্ব নষ্ট হয়ে যাবে। প্রেসিডেন্টের বেপরোয়া কার্যক্রম অভিশংসনকে প্রয়োজনীয় করে তুলেছে, এটা দুঃখজনক। তিনি আমাদের আর কোনো উপায় দেননি।’
পেলোসির বক্তব্য শেষ হলে ডেমোক্র্যাট সদস্যরা দাঁড়িয়ে হাততালি দেন। তবে স্পিকারের বিরোধীতা করেন রিপাবলিকানরা।
এদিকে ওই বিতর্কের আগে স্পিকার ন্যান্সি পেলোসিকে কড়া ভাষায় চিঠি লেখেন ট্রাম্প। ওই চিঠিতে অভিশংসন প্রক্রিয়ার তীব্র নিন্দা জানান ট্রাম্প এবং ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ করার দায়ে পেলোসিকে অভিযুক্ত করেন। ট্রাম্প গত মঙ্গলবার পেলোসির কাছে ছয় পৃষ্ঠার একটি চিঠি পাঠান।
ট্রাম্প চিঠিতে লেখেন, ‘আমার কোনো সন্দেহ নেই, আসন্ন ২০২০ নির্বাচনে আমেরিকার জনগণ আপনাকে ও ডেমোক্র্যাটদের কাঠগড়ায় দাঁড় করাবে।’
তিনি বলেন, ‘তারা (মার্কিন জনগণ) ন্যায়বিচার ও ক্ষমতার অপব্যবহার করা আপনাদের সহসা ক্ষমা করবে না।’
ট্রাম্পের ওই চিঠিকে ‘অসুস্থ’ বলেছেন পেলোসি। পাল্টা একটি চিঠি লিখেছেন তিনিও। দলীয় সহকর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে ‘দেশি ও বিদেশি শত্রুর হাত থেকে সংবিধানকে রক্ষা ও সমর্থন’ দিতে সহকর্মীদের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত আইনপ্রণেতা ও হাউস স্পিকার পেলোসি।