তারাবিহর জন্য মসজিদে খুলে দিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/23/indonesia.jpg)
মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে গোটা বিশ্ব যখন সামাজিক দূরত্ব রক্ষা করে চলছে তখন উল্টো পথে হাঁটল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ। আসন্ন পবিত্র মাহে রমজানে জামাতে নামাজ আদায় করার অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়ার শরিয়া আইন চালু থাকা প্রদেশটি।
আচেহ ওলামা কাউন্সিল জানিয়েছে, মাহে রমজানে প্রতি ওয়াক্তের নামাজ ও তারাবিহ জামাতে আদায় করতে পারবেন মুসল্লিরা।
ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ হিসেবে আচেহতে শরিয়াহ আইন প্রচলিত আছে। প্রদেশটির সরকার বড় মসজিদগুলোতে তারাবিহর নামাজ আদায়ের অনুমতি দিয়েছে। তবে সবাইকে মাস্ক ও নিজ নিজ জায়নামাজ সঙ্গে করে মসজিদে প্রবেশ করার নির্দেশনাও জারি করেছে কর্তৃপক্ষ।
দেশটির সর্ব উত্তরের এই প্রদেশ সমবেত হয়ে প্রার্থনার ওপর সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তার বিরুদ্ধে এমন অনুমতি প্রদান করল।
সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন রমজান উপলক্ষে জামাতের সঙ্গে তারাবিহর নামাজ আদায়ের এই সিদ্ধান্ত করোনার ব্যাপক বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করতে পারে। তার ওপর এশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের দিকে থেকে উপরের দিকে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সাত হাজার ৭৭৫ জন ও মারা গেছে ৬৪৫ জন।
চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী রমজানে নামাজ আদায় সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন; যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। তিনি ওই নির্দেশনায় মুসলিম ধর্মাবলম্বীদের ঘরের ভেতর নামাজ আদায়ের আহ্বান জানান। এ ছাড়া মসজিদে যত কম যাওয়া যায়, তা করার জন্য অনুরোধ করেন।