থাইল্যান্ডে শপিংমলে গোলাগুলি, নিহত এক

Looks like you've blocked notifications!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিংমলে এক বন্দুকধারীর হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাত্র ১০ দিন আগে সেনাবাহিনীর এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে ২৯ জনের প্রাণহানির ঘটনার ক্ষত না শুকাতেই আবারো বন্দুক হামলা হয়েছে থাইল্যান্ডে।

ব্যাংকক পুলিশের কর্মকর্তা ক্রিসসানা পাত্তানাচরন রয়টার্সকে বলেন, সেঞ্চরি প্ল্যাজায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে ঝামেলার কারণে এ গোলাগুলি হয়েছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নাখন রাচাসিমা শহরের বেশ কয়েকটি এলাকায় সেনাবাহিনীর এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২৯ জনের প্রাণহানি ঘটে।

হামলাকারী ওই সেনাসদস্য সেনাবাহিনীর একটি শিবিরে প্রথমে তার কমান্ডারকে গুলি চালিয়ে হত্যা করেন।

ওই সময় আরও দুই সেনাসদস্যকে গুলি করে স্বয়ংক্রিয় একটি রাইফেল নিয়ে পালিয়ে যান। পরে মং জেলার শপিংমলের ২১ নম্বর টার্মিনালের দিকে যেতে যেতে গুলিবর্ষণ করেন তিনি।