দুই বছর পর ফের কলকাতা-ঢাকা বাস চালু

Looks like you've blocked notifications!
করোনা মহামারির কারণে দুই বছর পর আবারও চালু হলো কলকাতা-ঢাকা বাস চলাচল। ছবি : সংগৃহীত

আবারও চালু হলো কলকাতা-ঢাকা বাস চলাচল। করোনা মহামারির কারণে দুই বছর এ বাস চলাচল বন্ধ ছিল। আজ সোমবার সকালে কলকাতার কিড স্ট্রিট থেকে প্রথম বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।

কলকাতার নিউ টাউন এলাকা থেকে বাসে উঠে সীমা দাস বলেন, ‘এই প্রথম বাংলাদেশ যাচ্ছি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বাস পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে, এটা ভেবেই আমরা খুব আনন্দিত। বিশেষ করে পদ্মা সেতু দেখার জন্য।’

কলকাতার শ্যামলী পরিবহণের মালিক অবনী ঘোষ বলেন, ‘বাস চলাচল আবার শুরু হওয়ায় আমরা আনন্দিত। আজকের দিন খুব আনন্দের দিন। আরও আনন্দের খবর যাত্রাপথে সময় অনেক কম লাগবে; কারণ, পদ্মা সেতু তৈরি হওয়ার ফলে আমি আশা করছি অনেক কম সময়ে কলকাতা থেকে ঢাকা পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।’

অবনী ঘোষ বলেন, ‘আগামী দিনে আস্তে আস্তে এ বাস পরিষেবা উন্নত করা হবে। এ ছাড়া পদ্মা সেতু দেখার জন্য এপার বাংলার মানুষ আরও বেশি বাস পরিষেবা উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। তিনি আরও বলেন, ‘আমরা এ মুহূর্তে ঢাকা-কলকাতা তিনটি বাস চালাব। দুটি ঢাকা-কলকাতা এবং একটি কলকাতা-আগরতলা রুটে। পর্যাক্রমে কলকাতা-চট্টগ্রাম রুটে আমরা বাস চলাচল চালু করব।