দেশে ফিরলেন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা গুয়াইদো

Looks like you've blocked notifications!

ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো দেশে ফিরেছেন। প্রেসিডেন্ট মাদুরোর সরকার তাঁর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু গুয়াইদো সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেন।

গুয়াইদো ২৩ দিনের এক আন্তর্জাতিক সফর শেষে মঙ্গলবার দেশে ফেরেন। পর্তুগাল থেকে কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার পর উৎফুল্ল সমর্থকরা তাঁকে শুভেচ্ছা জানায়।

এদিকে গুয়াইদোর বিমানবন্দর ত্যাগ করার পরপরই তাঁর ও মাদুরোর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এক টুইটার বার্তায় গুয়াইদো বলেন, ‘আমরা এরইমধ্যে কারাকাসে। আমি যে মুক্ত বিশ্বের অঙ্গীকার নিয়ে এসেছি, তাঁরা গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারে আমাদের সহায়তা দিতে প্রস্তুত।’

গুয়াইদো ২০১৯ সালের জানুয়ারিতে নিজেকে দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করে মাদুরোর সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোকে বিশ্বের ৫০টি দেশ সমর্থনও দেয়।

এর আগে ভোট জালিয়াতির অভিযোগে ২০১৮ সালের মাদুরোর পুনর্নিবাচনকে পার্লামেন্ট বাতিল ঘোষণা করলে গুয়াইদো নতুন সরকারকে চ্যালেঞ্জ করেন ও উভয়পক্ষের মধ্যে টানাপড়েন শুরু হয়।

এ সময়ে গুয়াইদো পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু শক্তিশালী সামরিক বাহিনীর সমর্থন পেয়ে মাদুরো গুয়াইদোর চ্যালেঞ্জ মোকাবিলা করে এখনো ক্ষমতায় টিকে আছেন।