দ. কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

Looks like you've blocked notifications!

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার দেশটিতে আরো ২৫৬ জন আক্রান্ত শনাক্তের পর সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২২ জন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের বাইরে এই সংখ্যা সবচেয়ে বেশি।

দেশটিতে আক্রান্ত রোগীর শতকরা ৯০ ভাগ সেখানের উৎপত্তিস্থল দেগু নগরী ও প্রতিবেশী জিয়াংসাং প্রদেশের। কেন্দ্র আরো জানায়, সেখানে সর্বশেষ ১৩ জনের মৃত্যুর পর আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।