নতুন মৃত্যুপুরী পেরু, ৫ হাজারের বেশি প্রাণহানি

Looks like you've blocked notifications!

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকা। ব্রাজিল, পেরু, চিলি, মেক্সিকোর মতো দেশগুলোতে আক্রান্ত ও মৃত্যু হু হু করে বাড়ছেই।

এখন পর্যন্ত করোনায় লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে ব্রাজিল। এর পরেই রয়েছে পেরু।

দেশটিতে ইতোমধ্যে করোনায় মৃত্যু পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে পাঁচ হাজার ৩১ জন।

পেরুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১৩৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে চার হাজার ২৮৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, পেরুতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৮৩ হাজার ১৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৭৬ হাজার ২২৮ জন।

দেশটিতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস এক লাখ এক হাজার ৯৩৯। এ ছাড়া এক হাজার পাঁচজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।