নাইজারে ‘জিহাদিদের’ হামলায় ৭৩ সেনাসদস্য নিহত

Looks like you've blocked notifications!

আফ্রিকার মালি সীমান্তের কাছে নাইজারের একটি সেনাক্যাম্পে ‘জিহাদিদের’ হামলায় অন্তত ৭৩ সেনাসদস্য নিহত হয়েছেন। শত শত জিহাদি শেলিং ও মর্টার নিয়ে এ হামলা চালায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানায়। বিবিসির এক খবরে এ তথ্য জানা গেছে।

পশ্চিমাঞ্চলে তিলাবেরি এলাকায় মঙ্গলবারের ওই হামলা ২০১৫ সালে সহিংসতা শুরুর পর থেকে সবচেয়ে ভয়ংকর হামলা।

জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলায় ৭১ সেনাসদস্য মারা গেছেন, ১২ জন আহত হয়েছেন এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

ভারী অস্ত্র নিয়ে শত শত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিপুলসংখ্যক সন্ত্রাসীকে প্রতিহত করা হয়েছে।

হামলায় ৬০ জনের বেশি সেনাসদস্য নিহত হয়েছে বলে আগে জানানো হয়েছিল।

কোন গোষ্ঠী এ হামলার জন্য দায়ী, তা নিশ্চিত করতে পারেনি দেশটির সরকার।