নির্বাচনে জয়ের জন্য জর্জিয়া মেলোনিকে মোদির অভিনন্দন

Looks like you've blocked notifications!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) ও জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

ইতালির জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় দেশটির ডানপন্থী জোট নেতা জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেলোনি ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

বুধবার টুইটারে মোদি বলেন, ‘আমরা আমাদের সম্পর্ক জোরদার করার জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।’

ইতালি ইউরোপীয় ইউনিয়নে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। দেশটিতে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য লেনদেনের পরিমাণ বর্তমানে ১০ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। ৬০০ টিরও বেশি ইতালীয় কোম্পানি ভারতে কাজ করছে।

গত বছরের অক্টোবরে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নরেন্দ্র মোদি ইতালি সফর করেন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী এবং ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন।