পদত্যাগ করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে

Looks like you've blocked notifications!

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

একই সঙ্গে নতুন সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রশাসনকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকার নির্দেশ দেন প্রেসিডেন্ট সাউলি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের পদত্যাগের বিষয়টি জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের অফিস। মঙ্গলবার অ্যান্তি রিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

ক্ষমতায় থাকা পাঁচদলীয় জোট সরকারের একটি দল দ্য ফিনিশ সেন্টার পার্টি রিনের ওপর তাদের আস্থা হারিয়েছেন। এ কারণেই পদত্যাগ করেছেন রিনে।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে ফিনল্যান্ডের সরকারি ডাক বিভাগের ধর্মঘটের কারণে প্রচণ্ড চাপে ছিলেন প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে। আর এজন্য তিনি সরে দাঁড়ালেন।