পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায়  নিহত ২০

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।  বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ একথা জানিয়েছে। এএফপির বরাতে খবর বাংলাদেশ সংবাদ সংস্থার।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। একেবারে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন এএফপিকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে বাসটি একটি গভীর জলাধারে পড়ে যায়। এই গ্রীষ্মে বন্যায় সড়কটি ভেসে যায় এবং সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়।’

বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ বছর পাকিস্তানে রেকর্ড পরিমাণে মৌসুমি বৃষ্টি হয়। এতে দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে প্রায় ৮০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে এর ক্ষত এখনো রয়ে গেছে।

বিশ্বাসযোগ্য বিভিন্ন গবেষণাপত্রে বলা হয়, এ ধরনের ব্যাপক বন্যার সঙ্গে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।