পাকিস্তানে কারাগার কর্মীদের জিম্মি করেছে জঙ্গিরা

Looks like you've blocked notifications!
পাকিস্তানি পুলিশ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু এলাকার এক কারাগারের কয়েকজন কর্মকর্তাকে গতকাল রোববার জঙ্গিরা জিম্মি করেছেন বলে জানা গেছে। এ সময় তারা প্রায় ৩৫ জঙ্গিকে মুক্ত করেছেন বলেও দাবি করেছেন জিম্মিকারীরা।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে তেহেরিক-ই-তালেবান (টিটিপি) বা পাকিস্তান তালেবান বেশ সক্রিয়। আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যস্থতায় পাকিস্তান সরকার ও টিটিপির মধ্যে শান্তি আলোচনা চলছিল। গতমাসে টিটিপি সেই আলোচনা থেকে সরে আসার পর নিরাপত্তা কর্মীদের ওপর টিটিপির হামলা বেড়েছে।

বানু পুলিশের মুখপাত্র মুহাম্মদ নাসিব সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘সন্ত্রাসীরা বাইরে থেকে হামলা চালিয়েছে, নাকি ভেতরে তদন্ত চলার সময় অস্ত্র কেড়ে নিয়েছে, তা নিশ্চিত নয়।’

জিম্মি ঘটনার পর জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, তারা ৩৫ জন জঙ্গিকে মুক্ত করেছেন এবং ১০ নিরাপত্তা কর্মীকে জিম্মি করেছেন।

এছাড়া তারা ‘নিরাপদে বিমানে করে আফগানিস্তানে’ যাওয়ার দাবিও জানিয়েছেন।