পুতিনের ব্যয়বহুল মহাকাশ প্রকল্পে পুকুরচুরি!
রাশিয়ার নতুন একটি মহাকাশ কেন্দ্রের প্রকল্পে বড় ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে। ‘ভোস্টকনি’ নামের ওই প্রকল্প থেকে ১৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার চুরির অভিযোগে একাধিক শীর্ষ কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ভোস্টকনি মহাকাশ কেন্দ্রে চুরি নিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের ওপর বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি মাসের ১১ তারিখ এক সরকারি বৈঠকে ক্ষিপ্ত পুতিন বলেন, ‘একশবার সবাইকে বলা হয়েছে : ‘স্বচ্ছতা রেখে কাজ করুন। কিন্তু না! তারা শত শত মিলিয়ন চুরি করছে।’
এই ব্যয়বহুল প্রকল্পে দুর্নীতি নিয়ে পুতিনের ক্ষোভের কারণও রয়েছে। বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনা হিসেবে বিবেচিত পুতিনের প্রিয় এই প্রকল্পকে কৌশলগত কারণেই অগ্রাধিকার দিচ্ছেন পুতিন। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কমিটি এসকে জানিয়েছে, এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরো ১২টি অপরাধের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের সাজা পেয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় নির্মাতা প্রতিষ্ঠানের সাবেক প্রধান ইউরি খ্রিজমান। সাড়ে ১১ বছরের জেল হয়েছে তাঁর।
রুশ আমলাতান্ত্রিক ব্যবস্থায় দুর্নীতির মাত্রা যে কতটা ভয়াবহ, ভোস্টকনি মহাকাশ কেন্দ্র প্রকল্পে দুর্নীতি সেটিই প্রকাশ করছে বলে মনে করেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের অধ্যাপক মার্ক গ্যালেওত্তি।
রুশ এই অধ্যাপক পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘নিজের কাছের অভিজাত ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে কীভাবে এটাকে মোকাবিলা করবেন? অবশ্য তিনি এর জন্য তৈরিও নন। এ ধরনের মেগা-প্রজেক্টের ওপর নির্ভশীলতা প্রায় অবশ্যম্ভাবীভাবেই বড় ধরনের জালিয়াতির সুযোগ সৃষ্টি করবে।’
বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশে ভোস্টকনি মহাকাশ কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নেয় রাশিয়া।