পুতিনের সামনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার (ভিডিওসহ)
চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া ও ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আর পুরো মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামনে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। এরই মধ্যে ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দেশটির সামরিক বাহিনী মহড়ায় অংশ নিয়েছে। এ সময় বিভিন্ন যুদ্ধকৌশল দেখানো হয়। মহড়ার একপর্যায়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রুশ সেনারা।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পরীক্ষা চালানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম কিনজাল। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর সময় ৩০টির বেশি জাহাজ, ৪০টি বিমান ও একটি সাবমেরিন ব্যবহার করা হয়।
নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, ‘ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালানো হয়েছে।’
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো এমন ধরনের ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে চলে। উৎক্ষেপণের পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত উপরে উঠে আবার দ্রুত নেমে আসে। এটি আনুভূমিকভাবে বায়ুমণ্ডলের মধ্যে চলতে সক্ষম ও চলমান অবস্থাতেও গতিপথ পরিবর্তন করতে পারে।