পেরুতে বাস দুর্ঘটনায় ২ জার্মান পর্যটকসহ নিহত ১৬

Looks like you've blocked notifications!

পেরুর দক্ষিণাঞ্চলের একটি শহরে সড়ক দুর্ঘটনায় দুই জার্মান পর্যটকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪২ জন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র কার্লোস লোপেজ জানান, আহত ব্যক্তিদের মধ্যে দুজন মার্কিন ও দুজন ব্রাজিলীয় নাগরিক রয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় সকালে বাসটি রাজধানী লিমা থেকে এরিকুইপা শহরে যাওয়ার পথে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

পেরুর পরিবহন তদারকি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে চালানোর অনুমতি থাকলেও চালক ১০৬ কিলোমিটার গতিতে বাসটি চালাচ্ছিলেন।

পেরুতে ঘন ঘন দুর্ঘটনার খবর পাওয়া যায়। দেশটিতে অসংখ্য যানবাহন বিভিন্ন দুর্ঘটনাপ্রবল সড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া চালকদের যথাযথ প্রশিক্ষণ ব্যবস্থাও লক্ষ্য করা যায় না।