প্রধানমন্ত্রীকে জো বাইডেনের অভ্যর্থনা

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাঁয়ে), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ডানে)। ফাইল ছবি

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।

হোটেল লটে প্যালেসে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর পত্নী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে, তিনি তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

এক আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে জো বাইডেনকে আমন্ত্রণ জানান।’