ফোন নয়, পরিবারের সঙ্গে সরাসরি কথোপকথন বাড়াতে বললেন পোপ

Looks like you've blocked notifications!
মোবাইল ফোনে তোলা ছবি দেখছেন পোপ ফ্রান্সিস। ছবি : রয়টার্স

মোবাইল ফোন রেখে রাতের খাবার টেবিলে সরাসরি কথাবার্তা বলার পরামর্শ দিয়েছেন পোপ ফ্রান্সিস। যিশুখ্রিস্ট, মেরি ও যোসেফের উদাহরণ দিয়েছেন তিনি। তাঁরা প্রার্থনা করতেন, কাজ করতেন এবং একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন।

গতকাল রোববার ভ্যাটিক্যান সিটির সেইন্ট পিটার্স স্কয়ারে বিশাল জমায়েতে বক্তৃতাকালে পোপ এসব কথা বলেন। তিনি বলেন, পরিবারের লোকজনের সঙ্গে আমাদের সরাসরি কথোপকথন বা যোগাযোগ বাড়াতে হবে।

পোপ নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ভালোমতোই ব্যবহার করেন। এমনকি সাক্ষাৎপ্রার্থীদের অনেককে নিজের সঙ্গে সেলফি তোলার অনুমতিও দেন। শুধু টুইটার অ্যাকাউন্টেই এক কোটি ৮০ লাখ অনুসারী রয়েছে পোপ ফ্রান্সিসের।

পোপ বলেন, ‘নিজের পরিবারের সদস্যদের সঙ্গে থাকাকালে আমি নিজেকে তাদের সঙ্গে যোগাযোগটা, আলাপ-আলোচনাটা বাড়াতে বলি।’ খাবারের টেবিলে মোবাইল ফোনে চ্যাট করার কথা উল্লেখ করে এতে নিরুৎসাহিত করেন পোপ।

বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, ভাই-বোনের সঙ্গে যোগাযোগ বাড়ানোকে পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করেন পোপ ফ্রান্সিস।

একপর্যায়ে পোপ বলে ওঠেন, ‘হৃদয়টা মেলে ধরো।’ ২০১৭ সালে এক বক্তৃতায় তিনি বলেন, ‘ছবি তোলার জন্য কথায় কথায় মোবাইল ফোন বের করাটা খুবই বাজে কাজ।’