বসনিয়ায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

Looks like you've blocked notifications!

বসনিয়ায় ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে আঘাত হানে এই ভূমিকম্প।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বসনিয়ার রাজধানী সারায়েভো থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণে ব্লাগাজ গ্রামের কাছাকাছি স্থানে আঘাত হানে ভূমিকম্পটি।

ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ব্লাগাজ গ্রাম থেকে ছয় কিলোমিটার দূরের একটি জায়গায়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

দেশটির সরকার এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে। তবে ভূমিকম্পের ফলে কতজন হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি ওই বিবৃতিতে।