বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী নাবিলাহকে ইলহান ওমরের সমর্থন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে নাবিলাহ ইসলাম। ডেমোক্র্যাট প্রার্থিতার দৌড়ে প্রাইমারি ভোটে নাবিলাহর পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন আলোচিত মুসলিম কংগ্রেস ওমেন ইলহান ওমর।
জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা আসনে প্রার্থী হতে চান বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান নাবিলাহ ইসলাম। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম হাফিংটন পোস্টের খবরে বলা হয়, সোমালীয়-মার্কিন মুসলিম কংগ্রেস ওমেন ইলহান ওমর বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলাহর পক্ষে থাকবেন বলে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে ইলহান ওমর বলেন, ‘করপোরেট নয়, জনগণের ক্ষমতায়নের জন্য আমাদের একটি আন্দোলন দরকার। জর্জিয়াসহ সবখানেই আমাদের এই আন্দোলন গড়ে তুলতে হবে। আর সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন নাবিলাহ ইসলাম।’
জর্জিয়ার ৭ নম্বর আসনে জিততে ইলহান ওমরের এই আনুষ্ঠানিক সমর্থন ৩০ বছর বয়সী নাবিলাহকে অনেক দূর এগিয়ে নেবে। জিততে পারলে নাবিলাহ তৃতীয় মুসলিম কংগ্রেস ওমেন হিসেবে নাম লেখাবেন। ইলহান ওমর ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রয়েছেন রাশিদা তালিব।
হাফিংটন পোস্টকে নাবিলাহ ইসলাম বলেন, ‘ইলহান ওমরের সমর্থন আমার জন্য অনেক বড় ব্যাপার। প্রতিনিধি পরিষদের বর্তমান একজন সদস্য হিসেবে দৃঢ়প্রত্যয়ী ইলহান বুঝিয়ে দিলেন আমি নির্বাচনে জেতার যোগ্য কেউ। তিনি আমাকে লড়াই জারি রাখতে অনুপ্রেরণা যোগালেন। ইলহান ওমর আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক ক্ষেত্রে আদর্শ ব্যক্তিত্ব।’