বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Looks like you've blocked notifications!
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ আদেল ফাখরুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ আদেল ফাখরুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জানা গেছে, সৌজন্য সাক্ষাতের সময় ড. নজরুল ইসলাম বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসার এবং বিশেষভাবে ব্যবসায়ী ও ফ্যামিলি ভিসা সহজীকরণের বিষয় নিয়ে আলোচনা করেন। 

বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে এসব বিষয়ে তাঁর প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।