বিমান হামলার প্রতিবাদে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা
ইরাকে বিমান হামলার প্রতিক্রিয়ায় রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে হামলা ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গত রোববারের মার্কিন বিমান হামলায় নিহতদের জানাজায় যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকেই বাগদাদে জড়ো হতে থাকে হাজারো মানুষ।
এরপর তারা বিক্ষুব্ধ মনোভাব নিয়ে বাগদাদের গ্রিন জোনের মার্কিন দূতাবাসের দিকে যায় এবং দূতাবাস ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা কাতাইব হিজবুল্লাহর পতাকা বহন করছিল এবং মার্কিনবিরোধী স্লোগান দিচ্ছিল।
বিক্ষোভকারীরা দূতাবাসের প্রধান গেটে পাথর নিক্ষেপের পাশাপাশি সিকিউরিটি ক্যামেরা খুলে নেয় এবং নিরাপত্তা চৌকিতে আগুন দেয়।
দূতাবাস ভবনের ভেতর থেকে মার্কিন সেনারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
বিবিসি বলছে, মার্কিন দূতাবাসে কোনো কর্মকর্তা ছিলেন কি না, তা জানা যায়নি।
এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি দোষারোপ করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকে মার্কিন দূতাবাসে হামলার কারণে ইরানকে ‘অত্যন্ত চড়া মূল্য’ দিতে হবে।