বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন সান্না মারিন

Looks like you've blocked notifications!
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সান্না মারিন। ছবি : সংগৃহীত

ছিলেন পরিবহনমন্ত্রী, নিজের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে ৩৪ বছর বয়সী পার্লামেন্ট সদস্য সান্না মারিনের নাম। দায়িত্ব নেওয়ার পর সান্না মারিনই হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

আন্দোলনের মুখে গত মঙ্গলবার অ্যান্টি রিনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে ৫৫ লাখ জনসংখ্যার দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিযুক্তের প্রয়োজন দেখা দেয়। পরে সান্না মারিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয় ফিনল্যান্ডের ক্ষমতাসীন পাঁচদলীয় জোট সরকারের সবচেয়ে বড় দল সোশ্যাল ডেমোক্রেটিক।

গত এপ্রিলের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি প্রধানমন্ত্রী বেছে নেওয়ার সুযোগ পায়। দলে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে জয়ের পর সান্না মারিন সাংবাদিকদেরকে বলেন, ‘আস্থা ফিরিয়ে আনতে আমাদের অনেক কাজ করতে হবে। আমি আসলে বয়স ও লিঙ্গ নিয়ে ভাবি না।’