বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৮ লাখ ছাড়াল 

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের ছবি রয়টার্স থেকে নেওয়া

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি এক লাখ ৮৪ হাজার ৪৭৯ জনে পৌঁছেছে। এ ছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ১ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৯৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৪২ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৬১১ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৭২ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৬ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৮৮ জন।