বিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা ৬৮ কোটি ১২ লাখ ছাড়াল

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের পুরোনো ছবি রয়টার্স থেকে নেওয়া

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট শনাক্তের সংখ্যা ৬৮ কোটি ১২ লাখ ১২ হাজার ৫১০ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৯ হাজার ৮৮২ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৭৬০ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ৪৮ হাজার ৩৯১ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৭২ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৭৬ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ১১২ জন এবং মারা গেছে এক লাখ ৬৫ হাজার ৭৩ জন।